ঝিকরগাছায় বিআরডিবি’র উদ্যোগে গাছের চারা বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর উদ্যোগে দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টিসমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচির সফলভোগী ৩ শতাধিক সদস্যের মাঝে ফলজ, বনজ ও মসলা জাতীয় গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা বিআরডিবি কর্মকর্তা বিএম কামরুজ্জামানের সভাপতিত্বে চারা বিতরণপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মো. আরাফাত রহমান। বিশেষ অতিথি ছিলেন, বিআরডিবি’র উপ-পরিচালক তপন কুমার মন্ডল, ঝিকরগাছা থানা পুলিশের ওসি মো. আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস-চেয়ারম্যান লুবনা তাক্ষী ও উপজেলা কৃষি অফিসার মো. মাসুদ হোসেন পলাশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিআরডিবি’র চেয়ারম্যান রওশন আরা, উপজেলা মৎস্য অফিসার আনোয়ার কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম জিল্লুর রশীদ, সহকারী বিআরডিবি অফিসার এস এম শাখির উদ্দিন, শহিদুল্লাহ লিমন প্রমুখ।