ঝিকরগাছায় চিকিৎসক ও কিনিক মালিক মুচলেকায় রক্ষা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় অ্যানেসথেসিয়া ছাড়াই সিজারিয়ান অপারেশন করানো আলোচিত সেই চিকিৎসক ও কিনিক মালিক মুচলেকা দিয়ে রক্ষা পেয়েছেন! এভাবে একের পর এক অপকর্ম করে পার পেয়ে যাওয়ায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার দুপুরে ঝিকরগাছার আলোচিত সালেহা কিনিকে অজ্ঞানের চিকিৎসক ছাড়াই একটি সিজারিয়ান অপারেশন করেন এমবিবিএস ডাক্তার নামধারী নারী কিকিৎসক জেসমিন নাহার পাতা ও উল্লেখিত কিনিকের পরিচালক শরীফ উদ্দিন। অপারেশন চলাকালীন সময়ে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন ঘটনাস্থলে এসে তাদেরকে অপারেশন থিয়েটার (ওটি)’র মধ্যে ধরে ফেলেন। বার বার ওই কিনিকে এ ধরনের ঘটনা ঘটার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে ভিড় করেন। খবর পেয়ে সেখানে ঝিকরগাছার বেশ কয়েকজন সংবাদ কর্মীও উপস্থিত হন। উপজেলা নির্বাহী অফিসার মো. আরাফাত রহমানের উপস্থিতিতে ওই চিকিৎসক ও কিনিকের পরিচালককে পুলিশ হেফাজতে নেয়া হয়। এদিন রাতেই মুচলেকা দিয়ে ডা. জেসমিন নাহার পাতা ও কিনিকের পরিচালক শরীফ উদ্দিন মুক্তি পান। কিনিকের পরিচালক শরীফ উদ্দিনের মুক্তির বিষয়টি জানাজানি হলে এলাকার মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বুধবার বেশ কয়েকজন জানান, শরীফ উদ্দিন ডাক্তার না হয়েও দীর্ঘদিন ধরে তিনি ডাক্তারি প্যাড ব্যবহার করে রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন এবং ওটি রুমে অজ্ঞানের ডাক্তারের দায়িত্ব পালন করেন।