ভবদহ জলাবদ্ধতা নিষ্কাশন আন্দোলনের সংবাদ সম্মেলন : টিআরএমবিহীন ৮০৮ কোটি টাকা প্রকল্প অনুমোদন না দেয়ার দাবি

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে ভবদহে বিল কপালিয়ায় টিআরএম চালু ও আমডাঙ্গা খালকে প্রশস্তকরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভবদহ জলাবদ্ধতা নিষ্কাশন আন্দোলন কমিটি। গতকাল বুধবার প্রেসকাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক এনামুল হক বাবুল বলেন, এলাকাবাসী বিভিন্ন সময় হরিটেকা, মুক্তেশ্বরী নদী খননের দাবি জানিয়ে আসছে। এছাড়া ভবদহ সমস্যার সমাধান এবং এলাকাকে জলাবদ্ধতা থেকে মুক্ত করা যাবে না। নদীর নাব্যতা ধরে রাখতে হলে ্রথমে দরকার টিআরএম বা জোয়ারাধার। জনগণের পরামর্শ মেনে নিয়ে বিল কেদারিয়া ও খুকশিয়ার টিআরএম চলাকালীন নদীর নাব্যতা ফিরে পায়। কিন্তু পানি উন্নয়ন বোর্ড তাদের স্বেচ্ছারিতায় হরিটেকা নদীতে পাইলট চ্যানেলের নামে খনন কাজ করছে। এবার বর্ষা মৌসুমেও যে পরিমাণ পলি জোয়ারে এসেছে তাতে এই পাইলট চ্যানেল পনের দিনের মধ্যেই ভরাট হয়ে যাবে। বদ্ধ পানিতে মানুষের বাড়ি ঘর প্লাবিত হয়েছে। আর জমি মৎস্যঘের হয়েছে। তিনি বলেন, সংগঠনের সংগৃহীত দশ লাখ টাকা দিয়ে এবার শুষ্ক মৌসুমে আমডাঙ্গা খাল খনন করি। যে কারণে এই খাল দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে। অতি সম্প্রতি পানি সম্পদ প্রতিমন্ত্রীর প্রতিশ্রুতি পাশ কাটিয়ে ৮০৮ কোটি টাকার যে প্রকল্প একনেকে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, সেটিতে টিআরএম নেই। টিআরএম ছাড়া ওই প্রকল্প অনুমোদন না করার দাবি জানান। পাশাপাশি আমডাঙ্গা খনন ও প্রশস্তকরণের জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব বিষ্ণুপদ সাহা, সদস্য শেখর চন্দ্র রায়, কামরুজ্জামান, আব্দুর রউফ প্রমুখ।