যশোরে করোনা উপসর্গে আরও একজনের মৃত্যু : আক্রান্ত ৩৯

0

বিএম আসাদ ॥ গতকাল যশোরে করোনার উপসর্গ নিয়ে জোয়ারদার আলী (৬০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এদিকে করোনায় নতুন করে একদিনে আক্রান্ত হয়েছেন ৩৯ জন। এ নিয়ে এ পর্যন্ত ৩ হাজার ৩শ ৩১ জন আক্রান্ত হলেন করোনায়। যশোর ২৫০ শয্যা হাসপাতালের আর এমও ডা. মোঃ আরিফ আহমেদ জানিয়েছেন, হাসপাতালের করোনা পুরুষ আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টার দিকে জোয়ারদার আলী (৬০) মৃত্যুবরণ করেন। মঙ্গলবার রাত ১০টার দিকে করোনা সন্দেহে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালের ভর্তি করা হয়েছে। জোয়ারদার আলীর বাড়ি সদর উপজেলার সাতমাইল গ্রামে। মৃত্যুর পর করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। আর এম ডা. মোঃ আরিফ আহমেদ জানিয়েছেন, এনিয়ে হাসপাতাল করোনা আইসোলেশন ওয়ার্ডে এ পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। যশোর সিছিল সার্জন অফিস সূত্রে জানিয়েছেন, গতকাল একদিনে যশোরে আরো ৩৯জন আক্রান্ত হয়েছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে আসা ১শ ৬৮টি নমুনা পরীক্ষায় ৩৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ থেকে এসেছে ১০টি নমুনা। তাতে আক্রান্ত হয়েছে ৩ জন। মোট ১শ ৭৮টি নমুনা পরীক্ষায় আক্রান্ত ৩৯ জন। এর ভেতরে ৩২ জন যশোর সদরের। বাকি আক্রান্ত ৭ জনের ৩ জন অভয়নগরে, ২ জন মণিরামপুরে, ঝিকরগাছা ও কেশবপুরে ১ জন করে আক্রান্তদের ভেতর গত ২৪ ঘন্টায় ৪৯ জন সুস্থ হয়েছেন। হাসপাতালে ভর্তি ৪ জন। মোট ৪৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে যশোরে। আক্রান্তরা হলেন, যশোর ২৫০ শয্যা হাসপাতালের কর্মচারী জরিনা বেগম (২৫), ঘোপ এলাকার সাদেকুল ইসলাম (২৭), নওয়াপাড়া রোডের নাদিরা (৩৮), জজ কোর্টের সাজ্জাদ হোসেন (২৮), জেলরোডের রাহাত নূর (৪২) মাইকপট্টির ডাঃ মৌসুমী রাণী পূজা (২৭), পুলিশ লাইনের জাহিদুল ইসলাম (৩৬), উপশহরের মাসুমা খাতুন (৪৫), পুরাতন কসবা, সালমা হাসান, বারান্দিপাড়ার নমিতা রাণী (৪৯), হাইকোর্ট মোড় এলাকার শাহানা খাতুন (৫০), কাজীপাড়ার আবু মুসা (৫২), সুফিয়া বেগম (৮০), বরকত (২৬), লোন অফিসপাড়ার জেরিন তাসনিম (২২), রেলস্টেশন এলাকার শাহিদা (৫৬), শেখহাটি বাবলাতলার ওমর ফারুক (৩২), শ্যামনগরের আনতার আলী (৫৯), জিয়াগরের মিজানুর রহমান (৪৫), ভেকুটিয়ার মহসিন আলী (৫৫), রহেলাপুরের সোলাইমান (৭৫), নীলগঞ্জের নিলুফা (৫০), বেজপাড়ার মাসুম (৪৫), আল মামুন রিপন (৪৩), ওয়ালিউজ্জামান (২৮), সেরেকুল ইসলাম (৩১), ঝিকরগাছার কামরুল (৩৫), দেউলিয়া গ্রামের শাহজাহান (৪১), ফতেপুর শামছুন্নাহার (৫৬), মণিরামপুরের ফতেয়াবাদের রোকেয়া (৫২), মণিরামপুরের জামলার আশিকুর রহমান (৪০), চন্ডিচরের মারুফ (২৮), কেশবপুর উপজেলার স্বাস্থ্যকর্মী নূর আলম (৪২)।