হোর্হে মেসি শুধু বলেন ‘কঠিন, কঠিন!’

0

লোকসমাজ ডেস্ক॥ আর্জেন্টিনার রোজারিও থেকে বার্সেলোনায় এসে পৌঁছেছেন মেসির এজেন্ট ও তার বাবা হোর্হে মেসি। আজ বুধবার দিনের দ্বিতীয় ভাগেই মেসির ক্লাব ছাড়া নিয়ে বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে তার আলোচনা হওয়ার কথা। মেসি ক্লাবে আরেক মৌসুম থাকতে বাধ্য হবেন, না সত্যিই ক্লাব ছেড়ে যাবেন? তার বাবা অবশ্য মনে করেন, মেসি যেহেতু ক্লাব ছেড়ে যেতে চেয়েছেন, তার এখানে থেকে যাওয়াটা কঠিন। বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসির দাবি, তিনি মুক্ত এবং এ মৌসুমেই ক্লাব ছেড়ে যাওয়ার অধিকার আছে। আবার বার্সেলোনার দাবি, যেহেতু ১০ জুন নির্দিষ্ট সময়সীমার আগে মেসি ক্লাব ছাড়ার অনুমতি চাননি, সেজন্য নতুন আরেক মৌসুমের জন্য চুক্তি কার্যকর হয়ে গেছে এবং ৭০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দিয়েই তাকে যেতে হবে।
হোর্হে মেসি বাংলাদেশ সময় বুধবার খুব ভোরে নিজস্ব বিমানে চেপে বার্সেলোনার এল প্রাত বিমানবন্দরে নামলে তাকে ঘিরে ধরে সাংবাদিকের দল। সবার মুখেই মেসি-বার্সেলোনা সংক্রান্ত চুক্তির জটিলতা নিয়ে প্রশ্ন, মেসির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। প্রশ্নবানে জর্জরিত ৬২ বছর বয়সী হোর্হে মেসি ‘আমি জানি না, আমি কিছুই জানি না’ বলে দ্রুত বিমানবন্দর ত্যাগ করতে চেয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্সের জানিয়েছে, অনেক চাপাচাপির পর যখন স্প্যানিশ টিভি চ্যানেল কুয়াত্রো প্রশ্ন করেছে, যে অবস্থা তাতে বার্সেলোনায় মেসির থেকে যাওয়াটা কি কঠিন, হোর্হে উত্তর দিয়েছেন, ‘হ্যাঁ’ ‘এটা কঠিন, কঠিন।’ মেসির সম্ভাব্য গন্তব্য ম্যানচেস্টার সিটি ও ওই ক্লাবের কোচ পেপ গার্দিওলাকে জড়িয়ে প্রশ্ন এসেছে। হোর্হে এ প্রশ্নেও ডজ দিয়েছেন, ‘আমি জানি না, এখনও কিছু জানি না।’