বার্সার সভাপতি পদপ্রার্থীও মনে করেন, মেসি মত পাল্টাবেন না

0

লোকসমাজ ডেস্ক॥ আজকেই বার্সেলোনায় মেসির ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসতে পারেন তার বাবা হোর্হে মেসি ও বার্সা সভাপতি বার্তোমেউ। তবে বার্সেলোনার সভাপতি পদপ্রার্থী ভিক্তর ফন্ত মনে করেন, ন্যু ক্যাম্প ছাড়ার বিষয়ে কোনও ভাবেই মত পাল্টাবেন না মেসি! গত সপ্তাহে ব্যুরোফ্যাক্সের মাধ্যমে বার্সেলোনা ছাড়ার অনুমতি চেয়ে বসেন মেসি। যে ক্লাবটিতে তার বেড়ে ওঠা, সেই ক্লাবটির নানা আচরণে বিরক্ত হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন ৬ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
আর এই দল ছাড়া নিয়েই ক্লাবটির সঙ্গে তিক্ততা আরও বেড়েছে মেসির। তিনি মনে করেন, করোনা ভাইরাসের কারণে মৌসুম লম্বা হওয়ায়, তার ফ্রি ট্রান্সফারে দল ছাড়ার সুযোগ আছে। তবে বার্সেলোনা ও লা লিগা স্পষ্ট করেই বলে দিয়েছে, ফ্রি ট্রান্সফারের সুযোগ এখন আর নেই। যেটি শেষ হয়ে গেছে ১০ জুন। ফলে এখন যেতে চাইলে বাইআউট ক্লজের ৭০০ মিলিয়ন ইউরোই শেষ ভরসা মেসির! এই অবস্থায় মেসি-বার্সার লড়াইটা কদর্য রূপ নিতে পারে বলেই মনে করছেন অনেকে। তবে বার্সার সভাপতি পদপ্রার্থী ফন্ত মনে করছেন, ‘যতক্ষণ না পর্যন্ত কোনও কিছু শেষ হয়, ততক্ষণ আশা থাকে তাইতো? তাই আমি আশা করতেই পারি যে ওর সিদ্ধান্তটা পাল্টানো যায়। কিন্তু সেটি মনে হচ্ছে না সম্ভব হবে। যদি সেটা না-ই হয়, তাহলে এই মুহূর্তে লক্ষ্য হওয়া উচিত দল ছাড়ার বিষয়টি যতটা সম্ভব মসৃণ করা।’
এই ‘মসৃণ’ করার কথা তিনি এজন্যই বলেছেন যে, যেহেতু মেসির অস্তিত্ব এই ক্লাবটির সঙ্গেই মিশে আছে। তাই সম্পর্কটা যেন বেশি তিক্ত না হয় এবং ভবিষ্যতেও যেন তা অটুট থাকে, ‘যেহেতু মেসি ও বার্সার সম্পর্কটা খুব গভীর। তাই ভবিষ্যতেও যেন এই সম্পর্কটা অটুট থাকে, সে বিষয়টি নিশ্চিত করা উচিত।’ এদিকে ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার সাবেক তারকা হোর্হে ভালদানো বলেছেন, মেসিকে ছাড়াই বার্সেলোনার সব কিছু পরিকল্পনার দিকে মনোযোগী হওয়া উচিত। কারণ তিনি মনে করেন, ‘মেসি এখন যেখানেই থাকুক না কেন, এই মুহূর্তে সে মানসিকভাবে বার্সা ছেড়ে দিয়েছে। এ ব্যাপারে আমি নিশ্চিত, তাতে কোনও সন্দেহ নেই।’ স্প্যানিশ রেডিওকে তিনি আরও বলেছেন, ‘বার্সা যত দ্রুত বুঝতে পারবে যে তারা তাদের সেরা খেলোয়াড়কে হারাতে চলেছে, তত দ্রুত তারা পুনর্গঠনে মনোযোগী হতে পারবে।’