ঝিকরগাছায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় সরকারি এম.এল মডেল হাই স্কুলের হলরুমে অনুষ্ঠিত দিনব্যাপী সেমিনারে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন, স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক মো. হুসাইন শওকত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী ও যশোর জনশক্তি বিভাগের সহকারী পরিচালক রায়হানুল ইসলাম। অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেসব্রিফিং করেন, যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাদেকা সুলতানা। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন, মহিলা কলেজের অধ্যক্ষ শাহানুর কবীর, সরকারি এম এল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ, উপজেলা সমাজসেবা অফিসার ওয়াহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, শিক্ষা অফিসার ইসমত আরা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার সুলতানা, বিআরডিবি অফিসার বিএম কামরুজ্জামান, উপজেলা প্রোগ্রামার (আইসিটি) মাইনুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার আরব আলী, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানী বালা প্রমুখ।