যশোরে করোনায় ৪৭ ও উপসর্গে ৪৯ জনের মৃত্যু : আক্রান্ত আরও ৩৩ জন

0

বিএম আসাদ ॥ করোনা উপসর্গ নিয়ে যশোর এক যুবতীসহ দু’নারীর মৃত্যু হয়েছে। অপরদিকে একদিনে নতুন করে আরও ৩৩ জন আক্রান্ত হয়েছে। যশোর ২৫০ শয্যা হাসপাতালের আরএমও ডা. মো. আরিফ আহমেদ জানিয়েছেন করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় লাবনী (১৮) ও শাহানারা বেগম (৬২) নামে দু’নারীর মৃত্যু হয়েছে।
কাল সকাল সাড়ে ৮টায় লাবনী মরা যান। লাবনী সদর উপজেলার ইছাপুরের হাবিবুর রহমানের কন্যা। যক্ষ্মায় আক্রান্ত হয়ে লাবনী দীর্ঘদিন ধরে ভুগছিলেন। নিজ বাড়িতে শ্বাসকষ্ট দেখা দিলে কাল সকাল ৬টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভর্তি করার দু’ঘন্টার মধ্যে তার মৃত্যু হয়। এর আগে একই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় মারা যান শাহানারা বেগম। তিনি শহরের ষষ্টিতলাপাড়ার রবিউল ইসলামের স্ত্রী। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাসায় জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে করোনা সন্দেহে তাকে হাসপাতালের মহিলা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। এ নিয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৪৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ জন। সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানে জানা গেছে, গতকাল একদিনে নতুন আরও ৩৩ জন আক্রান্ত হয়েছেন। এর ভেতর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে পরীক্ষা করা ৮৭টি নমুনায় ২৫ জন আক্রান্ত হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হতে ২৫টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৮ জন। দুটি ল্যাবে ১শ’ ১২টি নমুনায় কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হলেন ৩৩ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২শ’ ৯২ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ২৮ জন। আইসোলেশনে আছেন ১ হাজার ২শ’ ৬৪ জন। মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৯শ’ ৬২ জন কোভিড-১৯ রোগী। আক্রান্ত ৩৩ জনের মধ্যে যশোর সদরকে টপকে গেছে অভয়নগর উপজেলা। এ উপজেলায় ১৪ জন কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়েছেন। সদরে আক্রান্ত হয়েছেন ১০ জন। এছাড়াও চৌগাছায় ১ জন করোনায় আক্রান্ত হন।
আক্রান্তদের মধ্যে রয়েছেন যশোর মেডিকেল কলেজের শিক্ষক ডা. সাইদুজ্জামান (৩২), ডিসি বাংলো রোডের আব্দুল খালেক (১০২), বারান্দীপাড়ার রফিকুল ইসলাম (৬৩), র‌্যাব-৬ অফিসের মোকলেছুর রহমান (৫৮), আশ্রম রোডের রাশেদুল ইসলাম (৬৩), হাইকোর্ট মোড় এলাকার দু’সহোদর সাদাত সিদ্দিক (১৪), সাহাদ সিদ্দিক (১৭), নাজির শংকরপুরের শেখ জালাল উদ্দিন (৭০), শার্শার নাভারণের আব্বাস আলী (৭০) ও ভবের বেড় গ্রামের কামরুল ইসলাম (৫২), অভয়নগরে গুয়াখোলা গ্রামের মিজানুর রহমান (৪৯), অশোক কুমার সরকার (৭০), গোলাম মইনুল হক (৪২), রেখা হালদার (৫৭), বুইকরার রিনা খাতুন (৪০), শ্যামল কুমার (৬৫), মোকারেসিন মোল্যা (৬৩), ফাতেমা নার্গিস (৬০), গুয়াখোলার প্রফেসরপাড়ার একরাম আলী (৭২), নওয়াপাড়া স্টেশন বাজারের সাইফুল ইসলাম সাইফ (৫০), নড়াইল সদর উপজেলার মির্জাপুরের কাজী আকরাম হোসেন (৭০). বাঘারপাড়ায় বাশুয়াড়ীর সৈয়দ আব্দিুল করিম (৪০), রেওেহনা বেগম (৩০), এনামুল হক (১২), চৌগাছার যাত্রাপুরের আব্দুল হামিদ (৭০)।