যশোর জেলা ক্রীড়া সংস্থা সদস্যদের একাংশের নানা অভিযোগ সংবাদ সম্মেলনে

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে সদস্যদের একাংশ। গতকাল মঙ্গলবার প্রেসকাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাধারণ সদস্য আসাদুজ্জামান মিঠু বলেন, জেলা ক্রীড়া সংস্থার বর্তমান কার্যনির্বাহী পরিষদের সংস্থার অ্যাথলেটিকস হোস্টেলের দ্বিতীয়তলায় হোটেল ও রেস্টুরেন্ট হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের অনুমতি না নিয়ে কোন প্রকার টেন্ডার ও কার্যনির্বাহী পরিষদের সভা ছাড়াই পরিষদে যুগ্ম সম্পাদক এবিএম আক্তারুজ্জামান ও তার অনুসাারিদের হোটেল ও রেস্টুৃরেন্ট হিসেবে ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। উপশহরে অবস্থিত জাতীয় ক্রীড়া পরিষদের তিন একর বিশিষ্ট পুকুরটিও কোন নিয়মনীতি না মেনে নামমাত্র মুল্যে নিজেদের পছন্দের ব্যক্তিকে লিজ দিয়ে রাখা হয়েছে। করোনাকালীন সময়ে জেলার দুঃস্থ ও অসহায় খেলোযাড়, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক ও রেফারিদের জন্যে দেয়া আর্থিক অনুদান নিজেদের পছন্দের লোকজনকে দিয়েছে।
তিনি আগামীতে জাতীয় ক্রীড়া পরিষদের নীতিমালা অনুসরণ করে জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সকল কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সদস্য আব্দুল মান্নান, শফিউর রহমান মোহন, খান মো. শফিক রতন, শরিফুল ইসলাম সরু চৌধুরী, আলমগীর সিদ্দিক প্রমুখ।  এবিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াবুক কবির বলেন, তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। করোনার শুরুতে নিজে অর্থায়নে দুস্থক্রীড়া সংগঠকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে। যারা টাকা পেয়েছে তারা ওয়ান লাইনে আবেদনের প্রেক্ষিতে পেয়েছে। সেখানে আমাদের কোন হাত নেই। মূলত নির্বাচনে ভরাডুবির কারণে প্রতিহিংসার অংশ হিসেবে এই অবান্তর অভিযোগ তুলেছে।