অবশেষে করোনার মধ্যেই শুরু হলো মেলা

0

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে করোনার মধ্যেই যশোর শহরের গাড়িখানা রোডের পাশে পুলিশ বিভাগের মাঠে তিনমাসব্যাপী মেলা শুরু হয়েছে। করোনা পরিস্থিতিতে মেলার অনুমতি না থাকায় এর নাম দেয়া হয়েছে তাঁত বস্ত্র শিল্প পণ্যের অস্থায়ী বাজার। এটি করোনা বিস্তারের আগেই ‘মেলা’ নামে যাত্রা শুরু করেছিল। কিন্তু বেশিদুর এগোতে পারিনি। করোনার ঝুঁকি এড়াতে আগেই বন্ধ করে দেয়া হয়েছে। গতকাল সেই মেলাটিই অস্থায়ী বাজার নামে যাত্রা শুরু করলো। এ উপলক্ষে মালিকরা বেলুন ফেস্টুন উড়িয়ে আনন্দ উল্লাস করেন। করোনার প্রাদুর্ভাবের সময় মেলা করা যাবে কিনা এ প্রশ্নের জবাবে সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, সংক্রমণের বিস্তার ঠেকাতে সমাবেশ না করার কথা বলা হচ্ছে। যেখানে মেলা হলে লোকের সমাবেশ তাতে করোনা সংক্রমনের ঝুঁকি আছে। যারা মেলা করছেন তারাই বলতে পারবেন কিভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে মেলা করবেন।