পাইকগাছায় উপজেলা পানি কমিটি ও স্থানীয় ক্ষতিগ্রস্থদের সংবাদ সম্মেলন

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় উপজেলা পানি কমিটি ও স্থানীয় ক্ষতিগ্রস্থদের উদ্যোগে পাইকগাছা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সংবাদ সম্মেলন হয়েছে। দেলুটি ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ ও ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী প্রদানের দাবীতে রোববার এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা পানি কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী ও স্থানীয়দের পক্ষে শিক্ষক সুকৃতি মোহন সরকার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন, তালা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা তোকাররম হোসেন টুকু, শেখ আব্দুল হান্নান, মোঃ আব্দুল মান্নান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পানি কমিটির সভাপতি বলেন, দেলুটি ইউনিয়নের ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ দ্রুত টেকসই বাঁধ নির্মাণ না হলে ভবিষ্যতে ২০, ২০/১, ২১ ও ২২ নং পোল্ডারে পানিতে নিমজ্জিত থাকবে। এদিকে, ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে অব্যাহতভাবে খাদ্য সামগ্রী সরবরাহের দাবী জানানো হয়।