মহসেন মিল শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার শিরোমণিতে মহসেন জুট মিল শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে সোমবার সকাল ১১ টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসৃচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে শ্রমিক নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল খুলনা জেলা প্রশাসক মো. হেলাল হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেন। অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ মনিরুল ইসলাম, মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা কাগজী ইব্রাহিম, ইঞ্জিল কাজী, সিবিএ সাবেক সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, শ্রমিক ফেডারেশন নেতা অধ্যাপক মাহফুজুর রহমান , আজিজুল ইসলাম, আমির মুন্সি, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, আবু জাফর, মঙ্গল শেখ প্রমুখ।