আজ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় দিবস

0

আজ ১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস। ১৯৭৪ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে যাত্রা শুরু করে। ১৯৮৬ সালে বিআইটি খুলনা হিসেবে রূপান্তরিত হয়ে পথ চলতে চলতে ২০০৩ সালের এই দিনে প্রতিষ্ঠা লাভ করে বিশ্ববিদ্যালয়টি। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রতিষ্ঠাবার্ষিকী বিশ^বিদ্যালয় দিবস। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিবছর জাঁকজমকপূর্ণভাবে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করলেও করোনা মহামারির বর্তমান পরিস্থিতিতে এবছর সংক্ষিপ্ত আয়োজন গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে পতাকা উত্তোলন ও বিশ^বিদ্যালয় দিবস উদ্বোধন, বৃক্ষ রোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, কুয়েটের অর্জন অতীত, বর্তমান ও ভবিষ্যত-প্রেজেন্টেশন (তঙঙগ এর মাধ্যমে), আলোচনা সভা (তঙঙগ এর মাধ্যমে) ও দোয়া মাহ্্ফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। বিজ্ঞপ্তি