যশোরে আজ থেকে আবার পাসপোর্টের কার্যক্রম শুরু

0

শেখ আব্দুল্লাাহ হুসাইন ॥ আজ ১ সেপ্টেম্বর থেকে আবার পাসপোর্টের কার্যক্রম আগের মতই থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সেবা শুরু হচ্ছে। পাসপোর্ট অধিদফতর ও যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। মহামারি করোনা ভাইরাসের কারণে গত ২৩ মার্চ থেকে নতুন পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণের সব কাজ পুরোপুরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে ১ জুন থেকে সীমিত আকারে কাজকর্ম শুরু হয়। স্বাস্থবিধি মেনে শুধুমাত্র রি-ইস্যু এবং জরুরি বিশেষ করে অসুস্থ রোগীদের আবেদন জমা নেওয়া হয়। তবে আগস্টের শেষের দিক থেকে নতুন পাসপোর্টের আবেদন জমা নেয়া হচ্ছে সীমিত আকারে।
যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, বন্ধ চলাকালীন অনেক পাসপোর্ট বিতরণ করা হয়েছে। গত মাসের শেষ সপ্তাহ থেকে নতুন পাসপোর্টের আবেদন জমা নেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে কার্যক্রম চালু করা হয়েছে এবং আজ থেকে আগের মতই পাসপোর্ট সেবা কার্যক্রম চালু হচ্ছে। যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. সালাহউদ্দিন লোকসমাজকে জানান, আমরা সীমিত আকারে সবরকম পাসপোর্ট সেবা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছি। সেক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ মতে স্বাস্থবিধি মেনে নতুন আবেদন ও রি-ইস্যুর কার্যক্রম চালু করা হচ্ছে। আর ই-পাসপোর্টের ব্যাপারে বললেন এটা সম্পূর্ণ অনলাইন বেসিস। ওয়েবসাইটে আবেদন করতে হবে। এটা চালু হয় ঢাকা থেকে সার্ভারের ওপরে। তবে ই-পাসপোর্টের সার্ভার বন্ধ। আজ ১ সেপ্টেম্বর থেকে সার্ভার খুলে দেবে। সার্ভার খুলে দেয়ার পর অনলাইনে আবেদন করা যাবে।