ফের ২০ শয্যায় উন্নীত হচ্ছে কপিলমুনি হাসপাতাল

0

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ আবারো ২০ শয্যায় উন্নীত হচ্ছে কপিলমুনি হাসপাতাল। আধুনিক কপিলমুনির প্রতিষ্ঠাতা রায় সাহেব বিনোদ বিহারী সাধু ১৯১৫ সালের ৭ এপ্রিল নিজস্ব ২ একর সম্পত্তির ওপর নিজ অর্থায়নে প্রতিষ্ঠা করেছিলেন ২০ শয্যা বিশিষ্ট যাদব চন্দ্র চ্যারিটেবল ডিসপেনসারী ও ভরত চন্দ্র হাসপাতাল। তৎকালীন জেলা পরিষদ প্রতিষ্ঠাতার প্রদেয় অর্থের লভ্যাংশ দ্বারা পরিচালিত হত হাসপাতালটি। পরে দেশ স্বাধীনের পর ১৯৭৫ সালে হাসপাতালটি সরকারিকরণ হলেও ২০ শয্যার স্থলে ১০ শয্যায় নামিয়ে আনা হয়।
স্থানীয় সাবেক সংসদ সদস্য অ্যাড. শেখ মো. নূরুল হক স্বাস্থ্য সচিব বরাবর কপিলমুনি হাসপাতালের শয্যা সংখ্যা উন্নীতকরণে একটি ডিও দিয়েছিলেন। কপিলমুনি হাসপাতালের অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি শয্যা সংখ্যা কমপে ২০ শয্যায় উন্নীতকরণ এলাকার মানুষের প্রাণের দাবি এবং সময়ের দাবিও বটে বলে উল্লেখ করেন। একাধিক সূত্র জানান, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কপিলমুনি হাসপাতালটি প্রতিষ্ঠাতার মূল নামকরণ ভরত চন্দ্র হাসপাতাল নামে আপাতত ২০ শয্যায় ফিরে যাচ্ছে। এ হাসপাতালটি আধুনিকায়ন ও ডিজিটালাইস করতে এ খাতে প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।