কাচাঁ পাট রফতানি ও শুল্ক আরোপের বিরোধিতা জুট অ্যাসোসিয়েশনের

0

খুলনা ব্যুরো ॥ কাঁচা পাট রফতানির েেত্র নতুন করে বেল প্রতি ২৫০ ডলার শুল্ক আরোপ করার প্রস্তাবনার বিরোধিতা করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশে জুট অ্যসোসিয়েশন । সংবাদ সম্মেলনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক উপস্থিত ছিলেন। বাংলাদেশ জুট অসোসিয়েশন এর চেয়ারম্যান শেখ সৈয়দ আলী লিখিত ব্ক্তব্যে বলেন, বাংলাদেশ জুট স্পিনার্স অ্যসোসিয়েশনের ভুল তথ্যের মাধ্যমে দেশে পাট সংকট দেখিয়ে শুল্ক আরোপ করার প্রস্তাবনাটি পাট মন্ত্রণালয় বিবেচনা করছে । কিন্তু বাংলাদেশ জুট অসোসিয়েশন কাচাঁ পাট রফতানি বন্ধ ঘোষণা এবং শুল্ক আরোপের বিরোধিতা করে বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করেছে ।
সরকারী পাট অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ বছর দেশে ৮৪ দশমিক ১৪ লাখ বেল পাট উৎপাদন হবে। সেখানে দেশের অভ্যন্তরীন চাহিদা ৫৫ লাখ বেল । ফলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে কাচাঁপাট রফতানি করা সম্ভব। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নিজেও কাচাঁ পাট রফতানি বন্ধ না করার বিষয়টি সমর্থন করেন। বাংলাদেশ জুট অসোসিয়েশন চেয়ারম্যান জানান, এই সংবাদ সম্মেলনে শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নজান সুফিয়ান উপস্থিত থাকার কথা ছিল ,কিন্তু জরুরি কাজ থাকায় তিনি আসতে পারেননি, তবে তিনিও কাচঁপাট রফতানি বন্ধ করার বিপক্ষে ।