ঝিনাইদহে করোনায় চিকিৎসকের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে ডেন্টাল চিকিৎসক ডা. আব্দুল আলীম খান ঝান্টু (৬২) মারা গেছেন। নুর ডেন্টালের মালিক আব্দুল আলীম ঝান্টু ঝিনাইদহ শহরের কেসি কলেজ পাড়ার বাসিন্দা। এছাড়া জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ জন।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, ২৩ আগস্ট আলীম খানের করোনা রিপোর্ট পজিটিভ আসলে তাকে ঝিনাইদহ করোনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে তিনি মারা যান। রোববার সকালে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের নির্দেশনা অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটির সদস্যরা তাকে ঝিনাইদহ পৌর গোরস্থানে দাফন করেন। এদিকে ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রসেনজিৎ জানান, নতুন করে ঝিনাইদহ জেলায় ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৯ জন, শৈলকুপায় ৫, মহেশপুর ৪ এবং কোটচাঁদপুর ও কালীগঞ্জে একজন করে রয়েছেন।