সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাকালীন সদস্য সাবেক স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা বিএনপির ও যুবদল যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। নেতৃবৃন্দ আছরের নামাজের পূর্বে কারবালা কবর স্থানে প্রয়াত এই নেতার কবর জিয়ারত করেন। পরে কারবালা মসজিদে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দলের প্রয়াত সকল নেতাকর্মীর আত্মার মাগফিরাত ও অসুস্থ নেতাদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া মাহফিল ও কবর জিয়ারতে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোযার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপি সভাপতি নূর-উন-নবী, সাধারণ সম্পাদক কাজী আজম. সাংগঠনিক সম্পাদক সাজেদ খোকন, যুগ্ম সম্পাদক মীর নূর ইমাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, সদর উপজেলা যুবদল নেতা ইদ্রিস আলী, আব্দুর রাজ্জাক, যুবদলের কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।