আইনজীবী আনোয়ারুল করিমের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা আইনজীবী সমিতির সহযোগী সদস্য আনোয়ারুল কমির (বাবুল) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি——রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুুই কন্যাসহ অন্যান্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সোমবার দুপুরে সমিতির ১নং ভবনে সিনিয়র সদস্য অ্যাড. নজরুল ইসলামের সভাপতিত্বে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় তাঁর জীবনের উপর আলোচনা করেন, মো. ইসহক, অ্যাড. মাহাবুব আলম (বাচ্চু) ও অ্যাড. মাহমুদা খানম। শোক সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এম.এ গফুর। সর্বশেষে মরহুমের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে করুণাময়ের নিকট দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সমিতির সহ-সভাপতি অ্যাড. গোলাম মোস্তফা (১)।