কমালার সমর্থনে জীবনের শেষ টুইট করেছিলেন ব্ল্যাক প্যান্থার বোজম্যান

0

লোকসমাজ ডেস্ক॥ চার বছর ধরে কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই করে সম্প্রতি মারা গেছেন ‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেতা চ্যাডউইক বোজম্যান। মার্ভেল সিরিজের ছবি ব্ল্যাক প্যান্থার এ অভিনয় করে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তিনি। আর অস্কারে সেরা ছবির মনোনয়ন পেয়েছিল ছবিটি। ব্ল্যাক প্যান্থার ছাড়াও ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের বিভিন্ন ছবিতেও দেখা গেছে বোজম্যানকে।চলে গেলেও বোজম্যানের জীবনের করা সর্বশেষ টুইট নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তুমুল হৈচৈ। কি ছিল সেই টুইট? চলুন জেনে নিইঃ আসন্ন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে ভাইস প্রেসিডেন্ট পদে ১১ আগস্ট মনোনয়ন পান সিনেটর কমালা হ্যারিস। সেদিনই কমালার সমর্থনে টুইট করেছিলেন বোজম্যান। আর সেটিই হয়ে গেছে বোজম্যানের জীবনের করা সর্বশেষ টুইট। টুইটে কমালাকে আলিঙ্গনরত একটি ছবি পোস্ট করে বোজম্যান লিখেন- YES @KamalaHarris! পোস্টে #WhenWeAllVote and #Vote2020 হ্যাশট্যাগও সংযোজন করেন তিনি। উল্লেখ্য, বোজম্যান এবং কমালা দু’জনই ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্মাতক করেছেন। এদিকে বোজম্যানের মৃত্যুসংবাদ শুনে কমালাও সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আমার হৃদয় ভেঙ্গে গেছে। তাকে বন্ধু সম্বোধন করে কমালা আরো লিখেছেন- সে ছিল মেধাবী, দয়ালু, জ্ঞানী এবং বিনয়ী৷ সে খুব তাড়াতাড়ি চলে গেছে।