রেকর্ড পুঁজি নিয়েও বড় হার পাকিস্তানের

0

লোকসমাজ ডেস্ক॥ অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজের নৈপুণ্যে রেকর্ড গড়া পুঁজি পেয়েছিল পাকিস্তান। তবে ইনফর্ম ইংলিশ ব্যাটসম্যানরা বড় টার্গেটটা মামুলি বানিয়ে কুড়ালো অনবদ্য জয়। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রোববার ৫ উইকেটে জয় কুড়ায় ইংল্যান্ড। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড ভেন্যুতে আগে ব্যাটিং শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৯৫/৪-এ। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সর্বোচ্চ রানের ইনিংস। আর ২০১৮’র জুনের পর যে কোনো দলের বিপক্ষে সর্বোচ্চ। তবে জবাবে ইনিংসের পাঁচ বল বাকি রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ১৯.১ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ পৌঁছে ১৯৯/৫-এ। ম্যাচসেরার পুরস্কার কুড়ান তুখোড় ফর্মে থাকা ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান।
ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ড অধিনায়ক। দারুণ শুরুতে ওপেনিংয়ে ৮.২ ওভারে ৭২ রানের জুটি গড়েন পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও ফখর জামান। ব্যক্তিগত ৫৬ রানে আউট হন বাবর । তবে মাত্র ৩৬ বলে ৬৯ রানের ইনিংস খেলে দলকে বড় পুঁজি এনে দেন মোহাম্মদ হাফিজ। টি-টোয়েন্টিতে গত ৭ বছরে এটি তার ব্যক্তিগত সর্বোচ্চ। তবে জবাবে ব্যাটিংক্রমের শীর্ষ চার খেলোয়াড় ব্যান্টন (২০), বেয়ারস্টো (৪৪), মরগান (৬৬) ও ডেভিড মালানের (৫৪*) ব্যাটে সহজ জয়ই পায় ইংল্যান্ড। ৩৩ বলের ইনিংসে ৬টি চার ও চারটি ছক্কা হাঁকান মরগান। টি-টোয়েন্টিতে শেষ সাত ম্যাচে এটি মরগানের চতুর্থ অর্ধশতক। ২০১৯’র মার্চ থেকে ১৮৩.৩৯ স্ট্রাইকে মরগানের ব্যাটিং গড় ৫৯.৩৭।