যশোরে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৫ জন

0

বিএম আসাদ ॥ যশোরে চিকিৎসক, সেবিকাসহ করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণে গতকাল আরও ৩৫ জন আক্রান্ত হয়েছেন। প্রতিতিদন আক্রান্তের তালিকায় নতুন রোগী যোগ হওয়ায় এ পর্যন্ত সর্বমোট ৩ হাজার ১শ’ ৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ রোগীর মৃত্যুর সংখ্যা ৪৫ জনে স্থির রয়েছে। যশোর সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানে জানানো হয়েছে, গতকাল আক্রান্ত ৩৫ জনের ভেতর অর্ধেকের বেশি যশোর সদরের। সদরে আক্রান্ত হয়েছে ২১ জন। অপর ১৫ জনের মধ্যে অভয়নগরে ৪ জন, বাঘারপাড়া ও মনিরামপুরে ৩ জন করে ৬ জন। কেশবপুর, শার্শায় ২ জন করে ৪ জন এবং ঝিকরগাছায় ১ জন।
সদরে আক্রান্তদের মধ্যে পৌরসভায় (শহরে) ১৩ জন, ইউনিয়নে ৫ জন, যোগাযোগবিহীন ২ জন এবং অন্যত্র হতে আসা ১ জন রয়েছে। এরা হচ্ছেন- যশোর ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক শহরের ঘোপ পিলুখান সড়কের ডা. শামীম রেজা (৫১), মো. সদরুদ্দিন (৭৫), হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ঘোপ নওয়াপাড়া রোডের সেলিনা আক্তার (৫০), সিনিয়র স্টাফ নার্স উপশহরের রেবেকা খাতুন (৫৩), লোন অফিসপাড়ার রাহুল কাপুড়িয়া (৪০), বন্যা কাপুড়িয়া (৩২), যশোর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক ডা. মো. আক্তারুজ্জামানের শ্যালক ডিসি বাংলো রোডের কামরুজ্জামান (৪৫), সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন (৫১), ডা. আক্তারুজ্জামানের মাতা আনোয়ারা বেগম (৯৩), যশোর পুলিশ লাইনের এসআই মো. মোরসালিন (৪৫), কদমতলা এলাকার পুলিশ সদস্য ইলিয়াস হোসাইন (৩৪), যশোর সোনালী ব্যাংকের কর্মকর্তা সিদ্দিকুর রহমান (৩৬), বেজপাড়া পূজার মাঠ এলাকার শাহিদুজ্জামান (৩৬), রাহেলা খাতুন (৬২), সুজলপুরের এএসআই আলমগীর (৪৪), শেখহাটি জামরুলতলা এলাকার আব্দুল মজিদ (২৪), মোবারককাঠি গ্রামের তহমিনা বেগম (৩৫), রায়মানিক গ্রামের নিগার সুলতানা (২৯)। ঝিকরগাছার গদখালীর আসাদুর (৪৬), সিদ্দিকুর রহমান, নিগার সুলতানা, মাহমুদুল হাসান, রহমান হোসেন, এরশাদ হোসেন, শহিদুজ্জামান, সাইদুর রহমান, আবুবক্কার, সৌরভ, মোতাহার, উম্মেকুলসুম, বদরুজ্জামান আকবর আলী, ইকবাল হোসেন, জামাল উদ্দিন প্রমুখ।