মেসিকে পরামর্শ : আইনি সংস্থার ওপর ক্ষেপেছে বার্সেলোনা

0

লোকসমাজ ডেস্ক॥ বার্সেলোনার আইন পরামর্শক সংস্থা হিসেবে কাজ করে কুয়েট্রেসাসেস ল ফার্ম। কিন্তু একই ল ফার্ম আবার বর্তমান পরিস্থিতিতে নানা আইনি পরামর্শ দিয়ে যাচ্ছে লিওনেল মেসিকেও। এতদিন মেসি মানেই ছিল বার্সা, বার্সা মানেই ছিল মেসি। কিন্তু যখন মেসি বার্সা ছাড়ার ঘোষণা দিলেন, তখন দু’জন হয়ে গেলো পক্ষ। সুতরাং, একই প্রতিষ্ঠান বিবদমান দুই পক্ষের তো আইনি প্রতিষ্ঠান থাকতে পারে না। এ কারণে বার্সেলোনা সিদ্ধান্ত নিয়েছে, তারা যেভাবেই হোক আইনি প্রতিষ্ঠান কুয়েট্রাসাসে ল ফার্মের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না। এখানেই কাট আপ।
বার্সেলোনা মনে করে, মেসির ক্লাব ছাড়ার যে চিন্তা-ভাবনা এসব বিষয়ে তাকে আইনি পরামর্শ দিয়ে যাচ্ছে তাদের সঙ্গেই চুক্তিবদ্ধ কুয়েট্রাসাসেস। কারণ এই ল ফার্মটিই মেসিকে পরামর্শ দিয়েছে, তিনি যে ক্লাব ছাড়তে চান এ বিষয়ক একটি চিঠি মেসি যেন ব্যুরোফ্যাক্সের মাধ্যমে ক্লাবে পাঠিয়ে দেয়। ক্রোনিক্যাল গ্লোবালে রিপোর্ট হয়েছে- এরপরই কর্মকর্তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, মেসির বার্সা ছাড়ার পেছনে ইন্ধনদাতাদের মধ্যে অন্যতম কুয়েট্রাসাসেস ল ফার্মও। এছাড়া মেসির সঙ্গে বার্সার চুক্তিগত যে বিরোধ, সেটাও এখানে বড় একটা ইস্যু। বার্সা বলছে মেসির সঙ্গে তাদের চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি। কিন্তু মেসি আইনি পরামর্শকের সঙ্গে আলোচনা করে নিশ্চিত হলেন যে, তার সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ এই বছরেই শেষ হয়ে গেছে। সুতরাং, ৭০০ মিলিয়ন রিলিজ ক্লজ নয়, এখন তিনি ফ্রিতেই অন্য যে কোনো ক্লাবে যোগ দিতে পারবেন। কিন্তু বার্সা বলছে, চুক্তি আগামী বছর ১০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।