আইপিএলে খেলবেন না রায়না

0

লোকসমাজ ডেস্ক॥ দুবাইয়ে উড়ে গিয়েছিলেন সুরেশ রায়না। এমনকি দেশের মাটিতে চেন্নাই সুপার কিংসের প্রস্তুতি ক্যাম্পেও ছিলেন তিনি। কিন্তু এবারের আইপিএলে দেখা যাবে না এই ব্যাটসম্যানকে। ‘ব্যক্তিগত কারণে’ সংযুক্ত আবর আমিরাতের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন রায়না। তার না খেলার বিষয়টি নিশ্চিত করেছে চেন্নাই।
করোনাভাইরাসের কারণে ২০২০ সালের আইপিএল হবে আরব আমিরাতে। কুড়ি ওভারের প্রতিযোগিতাটির পুরোটাই মিস করবেন রায়না। তার দল চেন্নাই জানিয়েছে ‘ব্যক্তিগত কারণে’ দেশে ফিরে যাচ্ছেন রায়না। নিজেদের অফিসিয়াল টুইটার পেজে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত করেছে খবরটি, ‘ব্যক্তিগত কারণে দেশে ফিরে যাচ্ছেন সুরেশ রায়না এবং পুরো আইপিএলেই তিনি থাকবেন না। এই সময়টাতে রায়না ও তার পরিবারের পাশে আছে চেন্নাই সুপার কিংস।’ দিনকয়েক আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রায়না। প্রস্তুতি নিচ্ছিলেন আইপিএলে নামার। ২১ আগস্ট চেন্নাই সুপার কিংসের অন্য সতীর্থদের সঙ্গে উড়ে গিয়েছিলেন দু্বাই। তার আগে ফ্র্যাঞ্জাইজিটির পাঁচ দিনের ক্যাম্পে অংশ নিয়েছিলেন; যেখানে তিনি অনুশীলন করেছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, শারদূল ঠাকুল, আম্বাতি রাইডু ও মুরালি বিজয়ের সঙ্গে। রায়নার না খেলা আইপিএল শুরুর আগে চেন্নাইয়ের ক্যাম্পে আরেকটি ধাক্কা। এমনিতেই করোনা থাবা বসিয়ে রেখেছে দলটিতে। চেন্নাইয়ের ১০ জন আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী ভাইরাসে। জানা গেছে, করোনা পজিটিভ হওয়াদের মধ্যে ভারতীয় ক্রিকেটার মাত্র একজন। বাকিদের মধ্যে স্টাফ ও নেট বোলারও রয়েছেন।