যশোরে শিশু, চিকিৎসকসহ আরও ৭৫ জন আক্রান্ত : উপসর্গে মৃত ১

0

বিএম আসাদ ॥ যশোরে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণে আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। গতকাল এক বছরের শিশু, চিকিৎসকসহ আরও ৭৫ জন নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে যশোরে মোট আক্রান্ত হয়েছে ৩ হাজার ১শ’ ৩৩ জন। সুস্থ হয়েছেন ৯ হাজার ৯শ’ ১৯ জন। এদিকে, যশোর ২৫০ শয্যা হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।
মৃত আনসার আলীর বাড়ি যশোর সদর উপজেলার শেখহাটি গ্রামে। মৃত্যুর পর করোনা পরীক্ষা করার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছেন, গত বৃহস্পতিবার সকাল ৮টা ১৬ মিনিটে আনসার আলীকে করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। তখন তার অবস্থা গুরুতর। ভর্তি করার পর সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয়। সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছেন, কাল খুলনা মেডিকেল কলেজ হতে ১২টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে নমুনা পরীক্ষার রিপোর্ট আসে ২শ’ ১০টি। মোট ২শ’ ২২টি রিপোর্টের মধ্যে যবিপ্রবি’র রিপোর্টে আক্রান্ত হয়েছেন ৭৫ জন। এর ভেতর শুধুমাত্র যশোর সদরে আক্রান্তের সংখ্যা ৪১ জন। এছাড়া অভয়নগরে ১১ জন, বাঘারপাড়ায় ৪ জন, ঝিকরগাছায় ৩ জন, কেশবপুরে ৫ জন, মনিরামপুরে ২ জন ও শার্শায় ৯ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তের ভেতর এ পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে। ৫১ জন ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১ হাজার ১শ’ ২৫ জন। করোনাভাইরাস পরীক্ষার জন্য কাল নতুন ৯৭টি মনুসা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ১শ’ ৮৫টি। রিপোর্ট এসেছে ১০ হাজার ৯শ’ ৯২টি।
গতকাল করোনায় আক্রান্ত উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন- শহরের ঘোপ পিলুখান সড়কের ডা. মো. শামীম রেজা (৫১), সদর উদিœ (৭৫), ঘোপ এলাকার মাসুদুর রহমান (৫৫), নাজমা বেগম (৪১), জেল রোডের মুসলিমা (২৮), কেন্দ্রীয় কারাগারের আবুল হাসান (৩৬), শংকরপুরের শাহীন (৩২), ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী আনোয়ার জাহিদ (৩০), বেজপাড়া তালতলার হাসনা বানু (৬০), দিলরুবা খানম (৩৫), প্রান্তিক (১০), ইসলামী ব্যাংক যশোর অফিসে কর্মরত মহিউদ্দিন (৩৯), সাতমাইল বাজারের নাসরিন বেগম (৩০), তানজিম (১০), উপশহরের নুর ইসলাম (৫৫), কলাবাগানের আশিক মাহমুদ (৩২), শেখহাটি গ্রামের সিদ্দিকুর রহমান (৫২), সদরের লেবুতলা গ্রামের ইমরান (২২), ২৫০ শয্যা হাসপাতালের সেবিবন তহমিনা পারভীন (৫০), সোনিয়া আক্তার (৫০), জীবন (৩০), শাহ আব্দুল করিম রোডের তরিকুল ইসলাম (৩৮), ভেকুটিয়া গ্রামের আরিফুল ইসলাম (১৯), চাচড়ার আবুল কাসেম (৭০), ইছালী গ্রামের আয়েশাখাতুন (৩৫), কিসমত নওয়াপাড়ার সিরাজুল ইসলাম (৫০), যশোর সিভিল সার্জন অফিসের কর্মচারী জিয়ারুল ইসলাম (৪৮), মোল্যাপাড়ার মাযহারুল ইসলাম (৪২), ধর্মতলার আর্জিনাখাতুন (৩২), নীলগঞ্জ সুপারী বাগান এলাকার তাপস ঘোষ (৪২), ক্যান্টনমেন্ট এলাকার সখিনা ভিলার তানিয়া (২৩), ফরিদপুরের আম্পার উদ্দিন (৫২), চাঁচড়া ডালমিলের রুকসানা আক্তার (৫০), মোহাম্মদ জুম্মত আলী (৬০), বকচর এলাকার মামুন (২৩), ঝিকরগাছার গদখালীর জেসমিন (২৬), আসাদুর রহমান (৪৬), ৪ নং ওয়ার্ডের আসাদুজ্জামান (২৯), মনিরামপুরের পদ্মনাথপুরের দ্বিজ জয় (৪২), রাজগঞ্জ ব্রাক অফিসে কর্মরত পূর্ণিমা রাণী (৩০), সরসকাঠি গ্রামের তাজমুল সুলতানা শিফা (২৬), শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী সুমন সেন (২৭), কাজীরবেড় গ্রামের মাজেদা বেগম (৬৫), রিজিয়া ওেবগম (৪৩), আয়শা বেগম (৩০), ১ বছরের শিশু সাজেদা, বেনাপোল দুর্গাপুরের শফিউল্লাহ (৩০), লক্ষ্মণপুরের মঞ্জুয়ারা (৪০), মোমেনা খান (৭০), কাসিয়াডাঙ্গার জাহিদ (১৮), বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী মনিরুজ্জামান (৩৭), বাঘারপাড়া থানার শফিউল ইসলাম (৪২), সোহরাব হোসেন (৫৪), নলডাঙ্গার শফিকুল ইসলাম (৩০), কেশবপুরের ভাল্লুকঘরের অশোক ভট্টাচার্য্য (৩৮), হাবাসপোল গ্রামের রিজিয়া বেগম (৩০), গোবিন্দপুরের পলাশ আহমেদ (২৭), মাগুরাডাঙ্গার শাকিলা সুলতানা রুপা (৩৫), পাঁজিয়া গ্রামের শাশ্বত দে (২৩), অভয়নগরের বুইকরা গ্রামের মিনাজুল (৪২), মিজানুররহমান (৪৩), মনিরুজ্জামান (৪৬), মেহেরজানন্নেছা (৫৫), শরখোলার সানজিদা আক্তার তৃপ্তি (১৫), রেজাউল ইসলাম (৫), রানাগাতীর আবুল কালাম আজাদ (৫০), শংকরপাশার রুলীয়া পারভীন (৪৫), প্রেমবাগের রিম্পা (৩৩), গুয়াখোলা প্রফেসরপাড়ার শেখ ইমদাদুর রহমান (৩৩) ও হরিশপুরে শহিদুল ইসলাম (৩৩)।