সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে আইসোলেশনে হালিমা বেগম (৮০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে, সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন অন্তত ৮৫ জন।
শুক্রবার (২৮ আগস্ট) সাতক্ষীরা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের মেডিক‌্যাল অফিসার ডা. মানস কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত নারী হলেন, জেলার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের নুর মোহাম্মাদের স্ত্রী হালিম বেগম। ডা. মানস কুমার মণ্ডল জানান, গেলো রাত সাড়ে ১১টায় সাতক্ষীরা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডা. মানস কুমার মণ্ডল জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গত ১৬ জুলাই সকালে সাতক্ষীরা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন হালিমা বেগম। সেখানে দেড় মাস চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় তিনি মারা যান। স্বাস্থ্য বিধি মেনে তাদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।