মাগুরায় ২ শিশুর অস্বাভাবিক মৃত‌্যু

0

মাগুরা সংবাদদাতা॥ মাগুরায় ছোট বোনের সঙ্গে ঝগড়া করে আত্মহত‌্যা করেছে বৈশাখী (১৩) নামে এক শিশু। আর স্বপ্না (১০) নামে আরেক শিশুর গলায় ওড়না পেচানো লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে জেলার মহম্মদপুর উপজেলা সদরের চরপাচুড়িয়া ও নহাটার চাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে জানিয়েছে স্বজনেরা।
জানা গেছে, ছোট বোনের সঙ্গে ঝগড়ার পর অভিমান করে সপ্তম শ্রেণির স্কুল ছাত্রী বৈশাখী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের চরপাচুড়িয়া গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। ওই ছাত্রী উপজেলা সদরের বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। মেয়েটির বাবা ইমরাজ শেখ জানায়, আজ দুপুরে বাড়িতে ছোট বোনের সাথে ঝগড়া হয়। অভিমানে সে ঘরের একটি কক্ষে রসি দিয়ে গলায় ফাঁস দেয়। বাড়িতেই তার মৃত্যু হয়। এসময় পরিবারের অন্য সদস্যরা সবাই বাইরে কাজে ব্যস্ত ছিল। দুই বোন এক ভাইয়ের মধ্যে বৈশাখী সবার বড়। তার বাবা পেশায় ঝাল-মুড়ি বিক্রেতা।
অন্যদিকে উপজেলার নহাটা ইউনিয়নের চাকুলিয়া গ্রামে হাসমত মোল্যার শিশু কন্যা স্বপ্না খাতুনের (১০) লাশ নিজের বসত ঘর থেকে উদ্ধার করে পরিবারের লোকজন। এসময় তার গলায় ওড়না পেচানো ছিল। ঘরের মধ্যে সমবয়সীদের সঙ্গে খেলছিল বলে স্বপ্নার বাবা হাসমত মোল্যা জানান। মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর শিশুটির মৃত্যু হয়। মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক‌্যাল অফিসার ডা. কাজী আবু আহসান জানান, হাসাপাতালে আসার আগেই স্বপ্না নামের শিশুটির মৃত্যু হয়েছে। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, দুটি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।