রোনালদো-মেসি জুটির সম্ভাবনা দেখছেন না জুভেন্টাস তারকা

0

লোকসমাজ ডেস্ক॥ লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার খবর বেরুনোর পর থেকে এই তারকার পরবর্তী গন্তব্য নিয়ে অনেক গুঞ্জন ডালপালা মেলছে। অনেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে জুভেন্টাসে দেখছেন মেসিকে। ভক্তরাও চাইছেন, ফুটবল বিশ্বের সেরা দুই তারকা একসঙ্গে খেলুক একই ক্লাবে। তবে রোনালদোর জুভেন্টাস সতীর্থ হুয়ান কুয়াদরাদো সেই সম্ভাবনা একদমই দেখছে না। কলম্বিয়ার এই তারকা ফুটবলার বৃহস্পতিবার ইএসপিএন আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এমন কথা বলেছেন। গেলো চ্যাম্পিয়নস লিগের তৃতীয় সেরা গোল করা কুয়াদরাদো বলেন, ‘আমি এটা কোনোভাবে কল্পনাই করতে পারছি না। সত্য কথা বলতে, এটা হওয়ার সম্ভাবনাই দেখছি না আমি।’ তবে এই জুভেন্টাস তারকা একদম ফেলেও দিচ্ছেন না সম্ভাবনা। তিনি রোনালদোর প্রসঙ্গ টেনে বলেন, ‘ক্রিশ্চিয়ানোর বেলায় অনেকে বিশ্বাস করেনি সে রিয়াল ছেড়ে জুভেন্টাস আসবে। হঠাৎ করেই সে চলে এসেছিল। এমন কিছু ঘটলে অবিশ্বাস্য হবে।’ মেসির সঙ্গে ২০২০-২১ মৌসুমের শেষ পর্যন্ত কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তি রয়েছে। তবে মেসি আসন্ন দলবদলের মৌসুমেই ছাড়তে চান বার্সেলোনা। মঙ্গলবার (২৫ আগস্ট) এক ফ্যাক্স বার্তায় বার্সাকে বিষয়টি নিশ্চিত করেন মেসি।