যশোরে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপুজা উদযাপনের আহ্বান পূজা উদযাপন পরিষদের

0

স্টাফ রিপোর্টার ॥ বৈশ্বিক করোনা মহামারির কারণে দেশের অন্যান্য স্থানের মত যশোরেও কিছু নির্দেশনা মেনে সীমিত আকারে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুণ্ডু ও সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র দত্ত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা জানান। সেই নির্দেশনা অনুযায়ী জেলার সকল মন্দিরে পূজা উদযাপন করার আহ্বান জানান নেতৃদ্বয়। তাদের নির্দেশনার মধ্যে রয়েছে মহালয়া অনুষ্ঠান করা, প্রতিমা তৈরি করে পূজা সমান্তি পর্যন্ত মন্ডপে নিজ উদ্যোগে নিরাপত্তা নিশ্চিত করা, মন্দিরে আগত দর্শনার্থীদের জীবাণুমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা রাখা। দর্শনার্থী, ভক্ত ও পুরোহিত সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরা, ও কমপক্ষে ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রাখা, আতশবাজি ও পটকার ব্যবহার না করা, ভক্তিমূলক সংগীত ছাড়া অন্য সংগীত বাজানো থেকে বিরত থাকা।
সন্ধ্যার পর দর্শনার্থী প্রবেশে নিরুৎসাহিত করা মন্দির সংলগ্ন এলাকায় এবং বিসর্জন স্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা।