ডোপটেস্টের জন‌্য আলাদা প্রতিষ্ঠান গঠনের সুপারিশ

0

লোকসমাজ ডেস্ক॥দেশব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম আরও গতিশীল করতে ডোপটেস্টের জন‌্য আলাদা প্রতিষ্ঠান গঠনের সুপারিশ করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু এতে সভাপতিত্ব করেন।
বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, মো. ফরিদুল হক খান ও পীর ফজলুর রহমান অংশগ্রহণ করেন।
বৈঠকে মাদকসংক্রান্ত মামলার আসামিরা যাতে ফাঁক-ফোকড় দিয়ে বের হতে না পারে সে বিষয়ে সচেষ্ট থাকার জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়। প্রতিটি উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আগে ও চূড়ান্ত পরীক্ষার আগে ডোপটেস্ট বাধ্যতামূলক করার বিষয়ে সুপারিশ করা হয়।