ঝিকরগাছায় পোনামাছ অবমুক্ত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের আয়োজনে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ পুকুর, গাজিরদরগাহ কুয়েত হোপ স্কুল এন্ড কলেজ পুকুর, সরকারী শিশু সদন, ফায়ার সার্ভিস এন্ড সির্ভিল ডিফেন্স পুকুর, কৃষ্ণনগর পুকুর ও বোধখানা বাওড়ে ৪ শত কেজি পোনা মাছ অবমুক্ত করণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, জেলা সহকারী মৎস্য পরিচালক মাহাবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, ঝিকরগাছা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আনোয়ার কবীর, উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপক কাজী আজাদুর রহমান, মৎস্য সম্প্রসারন অফিসার মহসিন আলী, সহকারী খামার ব্যবস্থাপক আবুল ইসলাম, ক্ষেত্র সহকারী আনারুল ইসলাম ও ই¯্রাফিল ইসলাম প্রমূখ। এর আগে গত ২২-২৮ জুলাই মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে পোনা মাছ অবমুক্ত করণের উদ্বোধণ, মৎস্য সপ্তাহ ধরে মাছের ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী, মৎস্যচাষীদের পরামর্শ, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, মৎস্যচাষে সাফলের উপর প্রমান্যচিত্র দেখানোসহ চাষীদের সাথে মতবিনিময় করা হয়েছিল বলে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ার কবীর জানিয়েছেন।