ম্যাকেঞ্জির পরামর্শ অনুযায়ী অনুশীলনে ব্যস্ত আফিফ

0

লোকসমাজ ডেস্ক॥ আগস্টের শুরুতে দ্বিতীয় ধাপের একক অনুশীলনের সময় মাঠে ফিরেছেন অলরাউন্ডার আফিফ হোসেন। শুরুতে ফিটনেস ট্রেনিং করলেও এখন নিয়মিত করছেন ব্যাটিং অনুশীলনও। আর এক্ষেত্রে আফিফ অনুসরণ করছেন সদ্য সাবেক হয়ে যাওয়া ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জির পরামর্শ।
বাঁহাতি এই ব্যাটসম্যান লকডাউনের সময়ে নিজের ব্যাটিং নিয়ে অনেক ভেবেছেন বলে জানিয়েছেন। আর সে সময় সাবেক ব্যাটিং পরামর্শক ম্যাকেঞ্জির সঙ্গে অনলাইনে আলোচনা করেছিলেন কিভাবে আরও উন্নতি করা যায়। এই প্রোটিয়ানও সাড়া দিয়েছেন শিষ্যের আহবানে। ব্যাটিং টেকনিক নিয়ে পরামর্শ দিয়েছেন। ম্যাকেঞ্জি না থাকলেও আফিফ এখন নিজের ব্যাটিং অনুশীলনে সেসব নিয়ে কাজ করে যাচ্ছেন। আশা করছেন, ম্যাকেঞ্জির টিপস কাজে লাগাতে পারলে আরও পরিণত এবং ভালো ব্যাটসম্যান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন।
এই ক্রিকেটারের ভাষ্যে, ‘লকডাউনের সময়টাতে আসলে ব্যাটিং নিয়ে চিন্তা করার অনেক সময় পেয়েছি। সেসময় আমাদের সাবেক ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জির সঙ্গে অনলাইনে আলোচনা করেছি। ব্যাটিংয়ের কিছু টেকনিক নিয়ে কাজ করেছি। এখন একক অনুশীলনে সেগুলোই করার চেষ্টা করছি। সেই টেকনিক গুলো ঝালাই করে নিতে পারলে আশা করি, ব্যাট হাতে আরও ভালো পারফর্ম করতে পারবো।’
লম্বা সময় খেলা থেকে দূরে ছিলেন। সময়টা কঠিন কেটেছে আফিফের। তবে আবার খেলা মাঠে ফিরতে শুরু করায় সামনের দিকে নজর রাখছেন আফিফ। ভালো করার লক্ষ্যে অনুশীলনে মন দিচ্ছেন জানিয়ে আরও যোগ করেন, ‘লম্বা সময় সকল খেলা বন্ধ ছিল। খেলোয়াড় হিসেবে অবশ্যই কঠিন সময় কেটেছে। তবে আবার খেলা শুরু হচ্ছে এটা অবশ্যই ভালো দিক। সামনের খেলাগুলোতে যেন ভালো করতে পারি সে অনুযায়ী অনুশীলন করছি।’
লকডাউনের সময় বিসিবির কোচিং স্টাফ এবং ট্রেনারদের দেওয়া সূচি মেনে চলেছিলেন। এছাড়াও অনলাইনের প্রতিটি সভায় যোগ দিয়েছিলেন। যা মানসিকভাবে চাঙা রেখেছিল বলে জানিয়েছেন আফিফ।
এখন মিরপুরে প্রয়োজনীয় সব অনুশীলনের সেশন পার করতে পারছেন বলে স্বস্তিবোধ করছেন জানিয়ে আফিফ বলেন, ‘লকডাউনের সময় কোচিং স্টাফ, ট্রেনাররা যেসব সূচি দিয়েছে তা বাসায় করার চেষ্টা করেছি। এ ছাড়া অনলাইনে যেসব সভা হয়েছে সেগুলো মানসিকভাবে চাঙা রাখতে সাহায্য করেছে। এখন মিরপুর এসে অনুশীলন করতে পেরে ভালো লাগছে। নিজের যেসব সেশন দরকার তা করছি। আশা করি এই অনুশীলন সামনে ভালো কাজে দিবে।’
সংক্ষিপ্ত ফরম্যাট দিয়ে দুই বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আফিফের। ইতিমধ্যে জাতীয় দলের জার্সিতে ১২ টি-টোয়েন্টি এবং ১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এই সব্যসাচী অলরাউন্ডার।