১০ কনটেইনার ইস্পাত পাতের চালান স্থগিত

0

লোকসমাজ ডেস্ক॥ চট্টগ্রাম বন্দরে ১০ কনটেইনারে থাকা ২৫৬ টন ইস্পাত পাতের চালানের খালাস স্থগিত করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শুল্ক ফাঁকির অভিযোগ পেয়ে বৃহস্পতিবার এই পণ্য চালানের খালাস স্থগিত করা হয়। চট্টগ্রাম কাস্টমস জানায়, চীন থেকে এই চালানটি আমদানি করে গাজীপুরের স্টিলটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। খালাসের সময় পরীক্ষা করে কাস্টমস কর্মকর্তারা দেখতে পান, প্রতিষ্ঠানটি যে মান ও মূল্যের ইস্পাত পাত আমদানির ঘোষণা দিয়েছে বাস্তবে তার চেয়ে ভালো মানের ও উচ্চমূল্যের ইস্পাত পাত আমদানি করেছে। এ ঘটনায় শুল্কফাঁকির অপচেষ্টা হয়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চের (এআইআর) সহকারী কমিশনার নূর এ হাসনা সানজিদা বলেন, এই চালানে প্রায় ২১ লাখ টাকা শুল্ক ফাঁকির আশঙ্কা ছিল। এই অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এর আগে থাইল্যান্ড থেকে আনা আরেকটি চালানে ২০ টন সুপারি বেশি পাওয়া গেছে। এতে ৩২ লাখ টাকার শুল্কফাঁকি অপচেষ্টা হয়েছে বলে কাস্টমস জানিয়েছে। এই চালানটির খালাস স্থগিত করা হয়েছে।