কপোতাক্ষ নদের অব্যাহত ভাঙ্গনে পাইকগাছায় মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে রাড়–লীর জেলে পল্লী

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥খুলনার পাইকগাছায় যুগযুগ ধরে কপোতাক্ষ নদের অব্যাহত ভাঙ্গনে রাড়–লীর জেলে পল্লী মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। প্রায় ৩৩ লাখ টাকা ব্যয় করে দু’বার ভাঙ্গন রোধের ব্যবস্থা নিলেও তা কোন কাজে আসেনি। কেয়ারের ২টি রাস্তাসহ শতাধিক পরিবার নদের গর্ভে বিলীন হয়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার রাড়–লীস্থ কপোতাক্ষ নদের তীরে অবস্থিত জেলে পল্লী। স্থানীয়রা জানায়, তিন শতাধিক পরিবারের মধ্যে শতাধিক পরিবারের বাড়ী ঘর নদের গর্ভে বিলীন হওয়ায় তারা বিভিন্ন এলাকায় যাযাবরের মত বসবাস করছে। ভাঙ্গনে চলে গেছে একটি কেয়ারের রাস্তা, একটি কাচা রাস্তাসহ অসংখ্যা গাছ-গাছালী ও ফসলের ক্ষেত। যুগযুগ ধরে এ ভাঙ্গন অব্যাহত রয়েছে। গত বছর ভাঙ্গন ব্যাপক আকার ধারন করলে ঐ বছর জুন মাসে ১০ লাখ টাকা ব্যয় করে ২৯০ মিটার নদের ধারে সাড়ে ৪ হাজার বালি ভর্তি জিও ব্যাগ দেয়া হয়। চলতি বছর প্রায় সাড়ে ২২ লাখ টাকা ব্যয়ে ৭০ মিটার এলাকায় একইভাবে কাজ করলেও ভাঙ্গন বন্ধ হয়নি। স্থানীয় বাসিন্দা প্রভাষক মোঃ আব্দুল মোমিন সানা জানান, যেনতেন ভাবে কাজ করায় এক মাস যেতে না যেতেই অবস্থা আরও ভয়াবহ আকার ধারন করেছে। দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে এলাকাবাসী আবেদন করেছে। বুধবার বিকেলে ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শনকালে তড়িৎ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। উপ-সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন জানান, টেন্ডারের মাধ্যমে কাজ করা হয়েছে। কিন্তু পর্যপ্ত বরাদ্দ না থাকায় অল্প টাকায় এত বড় কাজ করা সম্ভব নয়।