১ সেপ্টেম্বর যশোর ২৫০ শয্যা হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসাসেবা চালু

0

বিএম আসাদ ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালে আগামী ১ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত কোভিড-১৯ রোগীদের চিকিৎসাসেবায় ডেডিকেটেড বা কোভিড-১৯ হাসপাতাল। বেসরকারি হাসপাতাল জিডিএল-এর চুক্তি মেয়াদ ৩০ আগস্ট শেষ হয়ে যাচ্ছে।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় জানিয়েছেন, ডেডিকেটেড হাসপাতাল হিসেবে যশোর ২৫০ শয্যা হাসপাতালের ৩য় তলায় সাবেক মহিলা পেয়িং ও গাইনি ওয়ার্ডটি প্রস্তুত করা হয়েছে। এ ওয়ার্ডে বেড থাকছে ৩০টি। তাদের জন্য ২য় তলায় সাবেক মহিলা অর্থ সার্জারি ওয়ার্ডটি করা হয়েছে আইসিইউ। এ ওয়ার্ডের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। এখন ভেন্টিলেটর স্থাপন করা হবে। আইসিইউতে ২০টি বেড থাকবে বলে জানানো হয়েছে। এসব ওয়ার্ডের রোগী দু’মাস আগেই সরিয়ে অন্য ওয়ার্ডে নেয়া হয়েছে। তত্ত্বাবধায়ক জানিয়েছেন, যশোর শহরে করোনায় আক্রান্ত রোগীদের জন্য বেড রয়েছে ৫৮টি। ২৮টি বেড টিবি হাসপাতালে। ৩০টি বেড জিডিএল হাসপাতালে। এ হাসপাতালটি ডেডিকেটেড হাসপাতাল হিসেবে গত ১ জুন হতে ৫৮ হাজার টাকা চুক্তিতে ভাড়া নেয়া হয়। চুক্তি মেয়াদ আগামী ৩০ আগস্ট শেষ হচ্ছে। ১ সেপ্টেম্বর হতে যশোর ২৫০ শয্যা হাসপাতালের দু’টি ওয়ার্ড চালু করা হচ্ছে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে। এ হাসপাতালের নিচতলায় সাবেক সংক্রমণ ওয়ার্ড ও সাবেক অর্থো সার্জারি ওয়ার্ড চলছে আইসোলেশন ওয়ার্ড হিসেবে। বর্তমানে যশোর ২৫০ শয্যা হাসপাতালের প্রত্যেক ওয়ার্ড কোভিড-১৯ হিসেবেব চালু করার প্রক্রিয়া চলছে।
সূত্র জনিয়েছেন, কোভিড-১৯ হাসপাতাল হলে এখানকার চিকিৎসক কর্মচারী সকলেই সরকারের কাছ থেকে বিশেষ সুবিধা ভোগ করবেন।