যশোরে করোনা আক্রান্ত ৩ হাজার ছাড়ালো : মৃত্যু আরও একজনের

0

বিএম আসাদ ॥ যশোরে করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় দু’চিকিৎসকসহ ৩১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত হল ৩ হাজার ২ জন।
এদিকে, করোনায় আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। মৃত আলী হোসেনের (৬৫) বাড়ি যশোরের অভয়নগর উপজেলার রানাগাতী গ্রামে। সিভিল সার্জন অফিস জানিয়েছেন, হোম আইসোলেশনে থাকা অবস্থায় গত ২৩ আগস্ট আলী হোসেনের মৃত্যু হয়েছে। গত ২২ আগস্ট তিনি নমুনা দেন। ২৫ আগস্ট পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। রিপোর্ট আসার আগেই আলী হোসেন মারা যান। এ নিয়ে কোভিড-১৯ সংক্রমণে যশোরে ৪৫ জন মারা গেলেন। যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনা আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪৮ জন। যশোর সিভিল সার্জন অফিস জানিয়েছেন, গতকাল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ১শ’ ১৫টি ও খুলনা মেডিকেল কলেজ হতে ৮টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। খুলনা মেডিকেল কলেজ হতে পরীক্ষিত নমুনায় কেউ করোনাভাইরাসে আক্রান্ত না হলেও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে আসা রিপোর্টে আক্রান্ত হন ৩৩ জন। আক্রান্তদের মধ্যে সংখ্যার দিক দিয়ে যশোর সদর উপজেলা বরাবরের মতো এগিয়ে রয়েছে। এ উপজেলায় ৩৩ জনের ভেতর ১৯ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া অভয়নগর ও শার্শা উপজেলায় ৫ জন করে ১০ জন ও বাঘারপাড়া উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছে। অপর ৫টি উপজেলায় কেউ আক্রান্ত হননি। আক্রান্তরা হলেন- ঘোপ সেন্ট্রাল রোডের আলমগীর (২৩), ঘোপের মাহবুব আলম (৪৩), চুড়ামনকাটি সোনালী ব্যাংকে কর্মরত কোরাইশিন (৩২), খোঁজারহাটের আশরাফ হোসেন (২৫), মষিহাটীর মনিরুজ্জামান (৩৮), ঘোপ ও আরএস স্যালাইন ফ্যাক্টরীর জহির হোসেন (৫০), শহরের মিশনপাড়ায় আহাদ আলী (৩২), কৃষ্ণবাটি গ্রামের গৃহবধূ সুফিয়া বেগম (৪০), চাঁচড়ার আব্দুল বারেক (৫৮), সেনানিবাসের আলতাফ হোসেন (৫৭), বারান্দীপাড়ার সন্ধ্যা (৫০), প্রশান্ত (৬৫), বিরামপুরের শাঞ্চি হোসেন (৪০), লেবুতলার হোসেন (৬০), ২৫০ শয্যা হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী সুশান্ত (৩৫), পুলিশ লাইনের আনসার আলী (৩৫), পোস্ট অফিসপাড়ার মাসুদ রানা, মাগুরার শালিখার তানিয়া (৩২), বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের বিশ্বজিৎ চট্টপ্যাধ্যায় (৪২), জয়রামপুরের আব্দুর রহমান (৬০), মার্শা উপজেলার সাইমাইল গ্রামের দু’চিকিৎসক হাবিবুর রহমান (৪০), নাজমুন নাহার (৩৮), রুহুল আমিন হাওলাদার (৪৪), শ্যামলাগাছি গ্রামের সবুর আলম (৪০), লক্ষ্মণপুরের আরিফ হোসেন (৪০), অভয়নগর উপজেলা পরিষদের ফজিলা খাতুন (৪২), নওয়াপাড়া বাজারের শাহনেওয়াজ (৪৮), মহাকালের ইলা সাহা (৪৫), গুয়াখোলার সাকিব মাহমুদ প্রতীক (১৬), বুইকরার সোলায়মান (৭০) ও গাজীপুরের নিলুফা (৩১)।