আশার আলো দেখাচ্ছে অস্ট্রেলিয়ার ভ্যাকসিনও

0

লোকসমাজ ডেস্ক॥ কোভিড-১৯ এর বিরুদ্ধে কার্যকরি ও নিরাপদ ভ্যাকসিন আবিষ্কারের কথা জানিয়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সম্প্রতি তারা তাদের ভ্যাকসিনের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এতেই ভ্যাকসিনটির কার্যকরিতার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছেন তারা। এ খবর দিয়েছে এবিসি নিউজ।ভ্যাকসিনটির উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট গবেষকরা জানিয়েছেন, প্রাণীদেহে এটি প্রবেশ করলে করোনা ভাইরাসের বিরুদ্ধে কার্যকরি প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে। এই ভ্যাকসিন তৈরিতে ব্যবহার করা হয়েছে মলিকিউলার ক্ল্যা¤প প্রযুক্তি। এটি অক্সফোর্ডের ভ্যাকসিনের ধরণ থেকে আলাদা প্রকৃতির। এই ভ্যাকসিনটি গত জুলাই মাস থেকে পরীক্ষাধীন রয়েছে।
এখন এটিকে বলা হচ্ছে, অস্ট্রেলিয়ার মধ্যে ভ্যাকসিন দৌড়ে সবথেকে অগ্রগামী প্রতিযোগি। গত মঙ্গলবার রাতে এই ভ্যাকসিনের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।