যশোরে ফেনসিডিলের মামলায় এক ব্যক্তির ৭ বছর কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ ৮ বছর আগে যশোরের বেনাপোলে একশ’ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় গতকাল মঙ্গলবার এক আসামিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আয়শা নাসরিন এই রায় প্রদান করেন। আবু বক্কর ওরফে বাক্কা নামে দণ্ডপ্রাপ্ত ওই আসামি বেনাপোলের দীঘিরপাড় গ্রামের নুর ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৮ আগস্ট রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের ডিবি পুলিশের টিম দীঘিরপাড়ে আবু বক্কার ওরফে বাক্কার বাড়িতে অভিযান চালায়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে বাক্কা বাড়ি থেকে পালিয়ে যান। পরে ডিবি পুলিশ তার ঘরে তল্লাশি চালিয়ে একশ’ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় ডিবি পুলিশের তৎকালীন এসআই আবুল খায়ের পলাতক বাক্কাকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। এ মামলায় বাক্কার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় বিচারক তাকে উল্লিখিত কারাদণ্ড ও জরিমানা প্রদান করেন।