অ্যাড. জাফর সাদিকের ভাই রাজেউদ্দিনের দাফন সম্পন্ন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক অ্যাড. জাফর সাদিকের ভাই রাজেউদ্দিনকে গতকাল শোকাহত পরিবেশে দাফন করা হয়েছে। শহরের জেল রোড জামে মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় জানাজা শেষে সদর উপজেলার পাঁচবাড়ীয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানা যায়, যশোর শহরের রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ হলেন- জাসদের সভাপতি অ্যাড. রবিউল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হায়দার গনি খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক প্রচার সম্পাদক হাজী আনিছুর রহমান মুকুল, জাকির হোসেন, আব্দুর রাজ্জাক। পিপিই পরিহিত খেদমতে খালক ফাউন্ডেশনের সদস্যগণ রাজারবাগ পুলিশ হাসপাতালের লাশবাহী অ্যাম্বুলেন্সযোগে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যান এবং দাফন করেন। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।