স্রোতের বিপরীতে পুতুল

0

লোকসমাজ ডেস্ক॥ক্লোজআপ ওয়ান তারকা সাজিয়া সুলতানা পুতুল বরাবরই অন্য অনেকের থেকে আলাদা। শুরু থেকেই নিজের গানের কথা, সুর ও সংগীতায়োজন নিজেই করেছেন। ফোক এমনকি হেভিমেটাল একক অ্যালবাম নিজের সুর ও সংগীতে প্রকাশ করে চমকে দিয়েছেন তিনি। গানের পাশাপাশি উপস্থাপনাতেও প্রশংসিত হয়েছেন পুতুল। বর্তমানে তিনি ‘পুতুল কথন’ শিরোনামের একটি ফেসবুক লাইভ করছেন নিয়মিত। এখানে বিভিন্ন অঙ্গনের সফল নারী তারকারা অতিথি হয়ে আসছেন। নারীদের কথা বলার একটি প্ল্যাটফরম হিসেবেই ‘পুতুল কথন’কে দেখছেন পুতুল। এদিকে এরইমধ্যে বেশকিছু অ্যালবাম প্রকাশ হয়েছে পুতুলের।
তবে গত কয়েক বছর ধরেই ডিজিটালি সিঙ্গেল গান প্রকাশের একটি ট্রেন্ড তৈরি হয়েছে। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিল্পী, গীতিকার ও সুরকাররা সিঙ্গেলেই অভ্যস্ত এখন। কিন্তু স্রোতের বিপরীতে হাঁটলেন পুতুল। নিজেও সিঙ্গেল গান প্রকাশ করেছেন। তবে এবার তিনি একটি পূর্ণ একক অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছেন। এরইমধ্যে কাজও অনেকখানি গুটিয়ে এনেছেন। ‘পুতুল গান পুনরুত্থান’- শিরোনামের এ অ্যালবামে থাকবে পুতুলের পাঁচটি গান। বরাবরের মতো সব গানের কথা ও সুর তার নিজের করা। পুতুল বলেন, স্রোতের বিপরীতে কিনা বলতে পারি না, তবে আমার কাছে মনে হয়েছে পূর্ণ অ্যালবাম শোনার শ্রোতা অনেক রয়েছে। তাদের জন্যই এ অ্যালবামটি করছি। তাছাড়া আমার নিজেরও অ্যালবামের প্রতি আলাদা আবেগ-ভালোবাসা রয়েছে। নিজেকে একটি গানে ভালোভাবে আসলে উপস্থাপন সম্ভব না। অ্যালবামে বিভিন্ন ধরনের গান করার সুযোগ থাকে। সেই সুযোগটা আবার নিতে চাই। আমার শ্রোতাদের জন্যই অ্যালবামটির কাজ গোছাচ্ছি। আশা করছি এ বছরই অ্যালবামটি প্রকাশ করতে পারবো। এদিকে পুতুল গানের পাশাপাশি লেখালেখিতেও এখন বেশ নিয়মিত। গত কয়েক বছরই বইমেলায় বই প্রকাশ করে আসছেন তিনি। এবার তিনি আত্মজীবনীমূলক একটি বই লিখছেন। সেই কাজেও সময় দিচ্ছেন এ তারকা। পুতুল বলেন, করোনার এই সময়ে আসলে খুব একটা বের হচ্ছি না। বাসায় বসে গানের কাজ করছি নিয়মিত। পাশাপাশি লেখালেখিটাও চালিয়ে যাচ্ছি। মোদ্দাকথা, সৃষ্টিশীল কাজে নিজেকে নিয়োজিত রাখতে চাচ্ছি।