পাইকগাছায় থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় থানার বঙ্গবন্ধু চত্বরে ওসি এজাজ শফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. হুমায়ুন কবির। সভায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ সম্পর্কে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশার লোকদের সাথে ওপেন হাউস ডে উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, অ্যাড. পঙ্কজ কুমার ধর, চাঁদখালী ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জোয়াদুর রসুল বাবু, লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জান তুহিন, ওসি (তদন্ত) আশরাফুল আলম, নিমাই কুন্ডু, প্রভাষক ময়নুল ইসলাম, শেখ আনিছুর মুক্ত, প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন।