যশোরে খালেদা জিয়ার সুস্থতা ও অনিন্দ্য ইসলাম অমিতের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা যুবদল বিএনপি কার্যালয়ে অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিন উপলক্ষে এই দোয়া মাহফিলের আয়োজন করে। এতে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, সদর উপজেলা বিএনপির সভাপতি নুর-উন-নবী, নগর বিএনপি নেতা শামীম হোসেন বাদল, সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান মাসুম, জেলা শ্রমিক দলের সভাপতি এসএম মিজানুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি এহসানুল হক মুন্না, সাবেক জেলা যুবদল নেতা হাসিব চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানাসহ জেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। পরে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা যুবদলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিন উপলক্ষে রেল স্টেশন মাদ্রাসা ও এতিমদের কেক প্রদান করেন।