বাংলাদেশকে কটাক্ষ করে আবার ভুল শুধরে নিলেন আমির সোহেল

0

লোকসমাজ ডেস্ক॥বাংলাদেশ ক্রিকেটের অন্ধকার যুগে এমন ঘটনা হরহামেশাই ঘটতো। কিছু হলেই বাংলাদেশকে টেনে এনে অপমান-অপদস্ত করা নিত্যনৈমিত্তিক ব্যাপার ছিল অনেক ক্রিকেটবোদ্ধার। এখন দেশের ক্রিকেট আলোর পথ খুঁজে পেলেও অনেকের মনের মধ্যে সেই বিদ্বেষভাবটা কাটেনি।
বাংলাদেশকে এখন আর ছোট দল বলতে পারবে না কেউ। পরিসংখ্যান বলছে, গত ৫-৬ বছর ধরেই নিয়মিত পারফর্ম করে আসছে টাইগাররা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ কিংবা শ্রীলঙ্কা-কেউই এখন আর বাংলাদেশকে ছোট দল ভেবে খেলতে নামে না।
কিন্তু অনেকের সেই পুরনো অভ্যাসটা এখনও রয়ে গেছে। ইংল্যান্ডের জিওফ বয়কট, পাকিস্তানের রমিজ রাজা, ভারতের নভোজ্যাত সিং সিধুর মতো অনেক ক্রিকেটবোদ্ধা সুযোগ পেলেই এখনও বাংলাদেশকে খোঁচা দেন। এবার সেই তালিকায় যোগ হলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আমির সোহেল।
পাকিস্তানের এখন ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ চলছে। সেই সিরিজ নিয়ে ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়েই এক পর্যায়ে আমির সোহেল টেনে নিয়ে আসলেন বাংলাদেশকে।
চলতি ইংল্যান্ড সফরে পাকিস্তানের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করতে গিয়েই এক পর্যায়ে বাংলাদেশকে কটাক্ষ করেন সাবেক এই তারকা ক্রিকেটার। পরে অবশ্য ভুলটা শুধরে নিয়েছেন। কিন্তু যেভাবে কথাটা তুলেছিলেন, সেটি নিয়ে টাইগার ভক্তদের মনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ব্যর্থতার জন্য কোচিং স্টাফকে রীতিমত ধুয়ে দিয়েছেন আমির সোহেল। তিনি বলেন, ‘তাদের কাজ কি? কেন কোচদের রাখা হয়েছে? তারা কি আনন্দ ভ্রমণের জন্য গিয়েছেন? যদি তারা আনন্দ ভ্রমণ করতে যান, তবে তাদের বিশ্ব ভ্রমণে পাঠানো উচিত আর খেলোয়াড়দের যা করছে তাই তারা করতে থাকুক।’