অ্যান্টিবডি নয়, অ্যান্টিজেন টেস্ট অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

0

লোকসমাজ ডেস্ক॥কোভিড-১৯ (করোনা)-এর অ্যান্টিজেন টেস্ট অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে অ্যান্টিবডি টেস্ট এই মুহূর্তে অনুমোদন দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এই মুহূর্তে র‍্যাপিড টেস্ট অনুমোদন দেয়া হবে না।সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কোভিড-১৯ প্রাদুর্ভাব রোধে তাইওয়ান সরকার কর্তৃক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তাইওয়ান বাংলাদেশকে এক লাখ সার্জিক্যাল মাস্ক, এক হাজার ৬০০ এন ৯ মাস্ক, বিশ হাজার কাপড়ের মাস্ক, দশ হাজার ফেস শিল্ড, ৫০০ পিপিই, ২০০ গগলস্ এবং দুই সেট ভেন্টিলেটর প্রদান করে।তাইওয়ানের এই চিকিৎসা সামগ্রী আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তফা জব্বার। তাইওয়ানের চিকিৎসা সামগ্রী গ্রহণের অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান ওয়া্লটন এবং তাইওয়ান এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিল (টিএআইটিআরএ)।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, বর্তমানে ৬০-৭০ শতাংশ কোভিড হাসপাতালের সিট খালি। এ মাসের মধ্যে উল্লেখযোগ্য কোভিড হাসপাতাল নন কোভিড করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন,স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব মোঃ আব্দুল মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ নুর উর রহমান। এছাড়া ওয়াল্টনের নির্বাহী পরিচালক ও কম্পিউটার বিভাগের প্রধান প্রকৌশলী লিয়াকত আলী, ঢাকাস্থ তাইওয়ান ট্রেড সেন্টারের পরিচালক তিমথি ডব্লিউ.ডি. সো, ম্যানেজার রঞ্জন চক্রবর্তী সমাপ্ত প্রমুখ।