চৌগাছায় করোনায় এক ব্যবসায়ীর মৃত্যু ॥ জগদীশপুর গ্রামে আক্রান্ত ৫

0

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় করোনায় আক্রান্ত হয়ে আনিছুর রহমান (৩২) নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে খুলনার একটি হাসপাতালে মারা যান। তিনি উপজেলার ভবানীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এদিন বাদ আসর সামাজিক দুরত্ব বজায় রেখে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন। ব্যবসায়ী আনিছুর রহমান চৌগাছা উপজেলা পরিষদের সামনে মুদি ব্যবসা করতেন। নিহতের স্বজনরা জানান, তিনি দীর্ঘদিন ফুসফুস ও হার্টের সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি অসুস্থ্য হলে নমুনা পরীক্ষা করার পর তার শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়। উন্নত চিকিৎসার জন্য খুলনায় ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মৃত্যুবরণ করেন।
এদিকে উপজেলার জগদীশপুর গ্রামে ৫ ব্যক্তির শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন জগদীশপুর গ্রামের জিয়া উদ্দিনের ছেলে আবু সাঈদ মুকুট (৬৭), আবু সাঈদের স্ত্রী ল্যারিস সুলতানা (৫৬), তাদের মেয়ে অরপা সুলতানা (১৮), মৃত ডাঃ এহিয়া হোসেনের ছেলে তাহাদুদ দস্তগীর (৬৮) এবং জিয়াউর রহমানের ছেলে জিহান খাঁন (১৭)। আক্রান্তদের মধ্যে জিহান খাঁন নিজ বাড়িতে চিকিৎসাধীন বাকি ৪ জনকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে তাহাদুদ দস্তগীররের শারীরীক অবস্থার চরম অবনতী ঘটলে তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে পরিবারের একটি সূত্র নিশ্চিত করেছেন। জগদীশপুর গ্রামের একাধিক ব্যক্তি জানান, গ্রামটির অধিকাংশ বাড়িতেই ঠান্ডা কাশি জ¦র গলা ব্যাথা রোগী আছে। তারা কোন ক্রমেই পরীক্ষা নিরিক্ষা করছেন না। এই অবস্থায় মাঠ ঘাট, গ্রামের চায়ের দোকানসহ সর্বত্র চলাফেরা করছে মানুষ। স্থানীয়রা বলছেন, পবিত্র ঈদুল আযহার নামাজ মসজিদের পরিবর্তে খোলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সেখানে মানা হয়নি স্বাস্থ্যবিধি ধারনা করা হচ্ছে ওই ঈদের জামাত থেকে করোনা ভাইরাস গ্রামটিতে ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মজনুর রহমান ৫ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রামের অনেকেই ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়েছেন। পরীক্ষা করার কথা বললে কেউ আমলে নিচ্ছে না। আমি সকলকে সচেতনতার সাথে চলাফেরার পরামর্শ দিচ্ছি, শুধু তাই না ইতোমধ্যে গ্রামবাসির মধ্যে ৩ হাজার মাস্ক তিনি বিতরণ করেছেন বলে জানান।