ইসলামী ব্যাংক যশোর শাখার বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন

0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশর্তবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ব্যাংক যশোর শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মধ্যে বৃক্ষ রোপণ কর্মসূচি-২০২০ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান ২৩ আগস্ট হামিদপুর আল-হেরা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক যশোর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার সরদার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা ও সিনিয়র অফিসার মো. ফারুকে আযম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামিদপুর আল-হেরা কলেজের অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বৃক্ষ রোপণ কর্মসূচির ভূয়শী প্রশংসা করে প্রত্যেক নাগরিককে ২টি করে গাছের চারা রোপণ করার আহ্বান জানান। অনুষ্ঠানের সভাপতি বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ সরকারের ১ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে সারাদেশব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করছে। এ লক্ষ্যে ইসলামী ব্যাংক যশোর শাখা পাঁচ হাজারের বেশি চারা বিনামূল্যে বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে বিতরণ করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিদপুর আল-হেরা কলেজের সহ-অধ্যাপক মো. আব্দুল হাকাম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা ও সিনিয়র অফিসার ফারুক এ আযম। বিজ্ঞপ্তি।