১০ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর প্রাথমিক শিক্ষক মহাজোটের স্মারকলিপি

0

স্টাফ রিপোর্টার ॥ ২০১৩ সালে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারণের জন্য চাকরিকাল গণনা ও অন্যান্য আর্থিক সুবিধাধির প্রাপ্যতায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে ১০ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপ প্রদান করা হয়েছে। গতকাল সকালে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট যশোর জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মো. তমিজুল ইসলাম খানের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, যশোর জেলা শাখার আহ্বায়ক কাজী ফিরোজুজ্জামান আলমগীর, যুগ্ম আহ্বায়ক মো. হযরত আলী, শাহানুর রহমান, শাহজাহান কবির, সদস্য সিরাজুল ইসলাম, কিয়াম উদ্দীন, মিজানুর রহমান প্রমুখ।