অভয়নগরে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের সমাবেশ অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরে জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক শিক্ষকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের গত ১২আগস্টে প্রকাশিত শিক্ষকবিরোধী চিঠি প্রত্যাহারের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে আল-হেলাল ইসলামী একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাস, মো. মেজবাউল হোসেন, গুরুচাঁদ মন্ডল, মো. মশিয়ার রহমান, সহকারী শিক্ষক মো. জাকারিয়া, আব্দুর রহিম. নূরজাহান খাতুন প্রমুখ। বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির ব্যানারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্যবিধি মেনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে শিক্ষক নেতৃবৃন্দ দাবি করেন। তারা অবিলম্বে অর্থ মন্ত্রণালয়ের দেয়া ওই চিঠি প্রত্যাহারের দাবি জানান। এছাড়া শিক্ষকরা আজ রোববার সকালে যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করবেন।