বাঘারপাড়া খবির উর রহমান কলেজ সভাপতি কারণ দর্শানো নোটিশ পাওয়ার পর অধ্যক্ষকে বরখাস্তের সিদ্ধান্ত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার খবির উর রহমান কলেজ পরিচালনা কমিটির সভাপতি শিক্ষা বোর্ড থেকে কারণ দর্শানো নোটিশ পাওয়ার পর অধ্যক্ষকে বরখাস্তের সিদ্ধান্তের কথা জানালেন এক প্রেস বিজ্ঞপ্তিতে। অধ্যক্ষের করা অভিযোগের প্রেক্ষিতে গত ১৯ আগস্ট শিক্ষা বোর্ড কারণ দর্শানো নোটিশ দেয় সভাপতিকে। অধ্যক্ষ শামসুর রহমান বলেন, ‘সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করা হয়। এছাড়া পূর্ণিমা রাণী নামের একজন শিক্ষককে বহিষ্কারের জন্য তিনি উঠে পড়ে লেগেছিলেন, আমি তাতে বাধা দিই। এসব ঘটনায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে’। সভাপতি নূর মোহাম্মদ পাটোয়ারীকে গত ১৯ আগস্ট যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক কারণ দর্শানো নোটিশ দিয়েছেন। কেন তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হবে না তার জবাব দিতে ত্রিশ দিনে সময় দেয়া হয়েছে। এ সভাপতির বিরুদ্ধে কলেজের অধ্যক্ষ জেলা প্রশাসকের দফতরে অভিযোগ করেন। এর প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ৩ আগস্ট কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেয়। তদন্তে সভাপতি নুর মোহাম্মদ পাটোয়ারীর বিরুদ্ধে অনিয়ম, নির্যাতন, প্রতিহিংসাসহ নানা অভিযোগ প্রমাণিত হয়। এদিকে গতকাল অনিয়মে অভিযুক্ত সভাপতি নূর মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার পরিচালনা কমিটির সভায় অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সরকারি নির্দেশ অমান্য, নারী প্রভাষকদের সাথে অশোভন আচরণ, কর্তব্য অবহেলাসহ ১৯ টি অভিযোগের কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না দেয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে এদিন অধ্যক্ষের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে সভাপতি নুর মোহাম্মদ সাংবাদিকদের বলেছেন, ‘অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগের ভিত্তিতে দু’দফা কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়েছেন। ফলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে’।