অভয়নগরে সরকারি রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরে সরকারি রাস্তা জোরপূর্বক দখলের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছেন। শনিবার সকালে রাস্তা উন্মুক্তের দাবিতে গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত চলা এ মানববন্ধনে অংশ নেন প্রায় শতাধিক মানুষ। প্রতিবাদ সমাবেশে হাসান আলী বলেন, আমরা অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের ইসলামপাড়ায় সাত শতাধিক মানুষ বসবাস করছি। এ পাড়ায় যাতায়াতের জন্য রয়েছে একটি সরকারি রাস্তা। যা জবরদখল করে রেখেছেন ওই গ্রামের মো. আলাউদ্দিন মোড়ল। তিনি রাস্তার ওপর নির্মাণ করেছেন গোয়াল ঘর। গড়ে তুলেছেন খড়ের পালা এবং স্থাপন করেছেন টিউবওয়েল। ফলে ওই রাস্তা দিয়ে জনসাধারণকে চলাচল করতে বিড়ম্বনার শিকার হতে হয় প্রতিনিয়ত। গ্রামবাসী এসব স্থাপনা আলাউদ্দিন মোড়লকে সরিয়ে নিতে বললে, তিনি এলাকাবাসীর ওপর চড়াও হন। ফলে নানা ধরনের অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়। এসব থেকে পরিত্রাণ পেতে সরকারি বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু দীর্ঘদিনেও মেলেনি বিষয়টির সমাধান। রাস্তাটি এখনও পাকা হয়নি। দ্রুত রাস্তাটি দখলমুক্তসহ পাকাকরণের দাবি জানান মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা।